logo
logo

বাংলাদেশ গ্যাস ফিল্ডস স্কুল অ্যান্ড কলেজ
Bangladesh Gas Fields School & College
Birashar, Brahmanbaria ( EIIN: 103299 )

logo

Application Process

ভর্তি প্রক্রিয়া- ২০২৪

অনলাইনে আবেদনপত্র পূরণ ও করণীয়

০১। ২০২৪ শিক্ষাবর্ষে নার্সারী, প্রথম ও ষষ্ঠ শ্রেণিতে ভর্তির আবেদন করা যাবে। অনলাইনে আবেদনের সময় সীমা ১০/১১/২০২৩ খ্রিস্টাব্দ হতে ০৫/১২/২০২৩ খ্রিস্টাব্দ পর্যন্ত।
০২। আবেদনকারীকে বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ স্কুল এন্ড কলেজের ওয়েবসাইট www.bgfsc.edu.bd- এ প্রবেশ করে Admission Menu তে ক্লিক করে Apply Now অপশনে ক্লিক করে ওয়েবসাইটে প্রদর্শিত তথ্যাবলি যথাযথভাবে পূরণ করতে হবে।
০৩। Student Category: Insider বলতে বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কোম্পানি লিমিটেড ও বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ স্কুল এন্ড কলেজ-এ কর্মরত কর্মকর্তা/কর্মচারী/শিক্ষকদের সন্তানকে বুঝাবে। Outsider বলতে অন্যান্য সকল আবেদনকারীর সন্তানকে বুঝাবে।
০৪। Add Siblings: আবেদনকারী শিক্ষার্থীর আপন ভাই/বোন বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ স্কুল এন্ড কলেজে বর্তমানে অধ্যয়নরত হলেই Add Siblings এ ক্লিক করে তথ্যাদি প্রদান করতে হবে। অন্যথায় আবেদনকারী শিক্ষার্থীর ক্ষেত্রে Add Siblings প্রযোজ্য নয়।
০৫। ছবি ও স্বাক্ষর: অনলাইন আবেদনপত্রে আবেদনকারীর ছবি (দৈর্ঘ্য৩০০Xপ্রস্থ৩০০pixel, সাইজ সর্বোচ্চ 100 KB) এবং স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০xপ্রস্থ ৮০ pixel, সাইজ সর্বোচ্চ 60 KB) স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে।
০৬। সকল তথ্যাবলি সঠিকভাবে পূরণ করে Submit অপশনে ক্লিক করতে হবে। কোন তথ্য পরিবর্তন করার প্রয়োজন হলে User ID & Password দিয়ে Log In করে Application Edit অপশনে ক্লিক করে পরিবর্তন করা যাবে। SMS এ প্রাপ্ত Tracking Number ব্যবহার করে bkash অপশনের মাধ্যমে আবেদন ফি বাবদ ২০০/- (দুইশত) টাকা জমা দিতে হবে। টাকা জমা দেয়ার ২০ মিনিট পর User ID & Password দিয়ে Log In করে Admit Card ডাউনলোড করা যাবে।
০৭। ভর্তির জন্য নির্ধারিত বয়সসীমা:
শ্রেণি বয়স (০১/০১/২০২৪ তারিখে)
নার্সারী সর্বনিম্ন ৫ বছর (০১/০১/২০১৯)
প্রথম সর্বনিম্ন ৬ বছর (০১/০১/২০১৮)
০৮।সকল শ্রেণির লটারি ০৭/১২/২০২৩ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার, সকাল ১০:০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে। উক্ত ফলাফল প্রতিষ্ঠানের ওয়েবসাইটে www.bgfsc.edu.bd-এ প্রকাশ করা হবে।
০৯। বিভিন্ন কোটায় ভর্তির ক্ষেত্রে কোটার নাম উল্লেখ করতে হবে এবং কোটার স্বপক্ষে প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়িত ফটোকপি (১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক) ভর্তির সময় দাখিল করতে হবে।
১০। বিজিএফসিএল ও বিজিএফএসসি-এ কর্মরত কর্মকর্তা/কর্মচারী/শিক্ষকদের সন্তানেরা Insider কোটার অন্তর্ভুক্ত হবে এবং ভর্তির সময় Insider কোটা উল্লেখ পূর্বক অভিভাবকের (পিতা/মাতা) প্রাতিষ্ঠানিক আইডি কার্ডের ফটোকপি দাখিল করতে হবে।
১১। সিবলিং (আপন ভাই/বোন)-এর ক্ষেত্রে বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ স্কুল এন্ড কলেজে অধ্যয়নরত ভাই/বোনের আই ডি কার্ডের ফটোকপি/বেতন বইয়ের স্লিপের ফটোকপি ভর্তির সময় দাখিল করতে হবে।

ধন্যবাদান্তে-

(মারুফ আহমেদ হাজারী)

অধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব),বিজিএফএসসি।

* ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ:
01724-491775, 01716-794792, 01720-221911, 01726-621567.
* অনলাইন কারিগরি সমস্যার তথ্যের জন্য যোগাযোগ:
01718-929297
২০২৪ শিক্ষাবর্ষের নার্সারি ,প্রথম ও ৬ষ্ঠ শ্রেণির ভর্তির আবেদন ১০/১১/২০২৩ তারিখ হতে শুরু হয়ে ০৫/১২/২০২৩ খ্রিস্টাব্দ পর্যন্ত চলবে।